কে ওয়াই স্টিল ইন্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কে ওয়াই স্টিল ইন্টার অফিস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর অঙিজেন স্পোর্টস জোন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে কে ওয়াই এলিট দলকে হারিয়ে কে ওয়াই কালার শিল্ড দল চ্যাম্পিয়ন হয়। এতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন কেওয়াই কালার শিল্ড দলের ফুটবলার আমজাদ হোসেন এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান একই দলের গোলরক্ষক তানভীর ইসলাম। গত ২৭ নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়।

এতে কেওয়াই স্টিলের কর্মকর্তাকর্মচারীবৃন্দের সমন্বয়ে মোট ৪টি দল অংশগ্রহণ করে। ফাইনালে কেওয়াই স্টিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেওয়াই স্টিলের চীফ অপারেটিং অফিসার জাবির হুসেইন এবং কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচীনের সাথে ড্র,থাইল্যান্ডকে হারালেই জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশ্রীলংকাকে হারিয়ে অন্ধ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ