কে এই নতুন মিস ওয়ার্ল্ড

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশের ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড মুকুট জিতে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্তনা পিসকোভা। ভারতের মুম্বাইয়ে ৭১তম মিস ওয়ার্ল্ডের জমকালো আসর বসে গত শনিবার সন্ধ্যায়। আসরে ২৪ বছর বয়সী মডেল পিসকোভার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হলে, তুমুল করতালিতে তাকে অভিবাদন জানান হলের দর্শক ও সহপ্রতিযোগীরা। উত্তরসূরী পিসকোভাকে মিস ওয়ার্ল্ডের মুকুট পরিয়ে দেন গেলবারের বিজয়ী পোল্যান্ডের কারোলিনা বিলাফস্কা। খবর বিডিনিউজের।

ক্রিস্টিনার হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব গেল চেক প্রজাতন্ত্রে। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পরেছিলেন দেশটির মডেল তাতানা কুচারোভা। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে পিসকোভার জন্ম। তিনি বেড়ে উঠেছেন রাজধানী প্রাগে। প্রাগের চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এই মডেল। এখন ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে এই বিশ্ববিদ্যালয়েই পড়ছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার সঙ্গে জড়িত আছেন পিসকোভা। বিশ্বের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করা পিসকোভা মাথায় মুকুট পরার পর বলেন, আন্তর্জাতিক নারী দিবসের পরপর এই সম্মাননা একজন নারীর জন্য সর্বশেষ্ঠ উপহার। পিসকোভা ২০২২ সালে মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্র নির্বাচিত হন। তারপর থেকে তিনি নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য তৈরি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজীবনে আর প্রেম আসবে না লিখে দিতে পারি : পরীমণি
পরবর্তী নিবন্ধসংসার জীবনে ডিভোর্সি তৌসিফ-তিশা!