‘কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাফকো’

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

আনোয়ারায় বহুজাতিক সার কারখানা কাফকো কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। গত রোববার বিকালে প্রতিষ্ঠানের ক্যান্টিন হলে এই সভায় বহুজাতিক কোম্পানিটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানের নানা বিষয়ে আলোচনা হয়।

জিএম প্রশাসন এস এম আলমগীর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিজিএম কোহিনুর ইকবাল, কামরুল হাসান হাবীব, জাবেদ মোস্তফা নাদিম, উতফল কুমার রায়, ওয়্যার হাউজ ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মহসিন, কাজী আবু জাহেদ, মাসুম বিল্লাহ প্রমুখ।

সভায় উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, কাফকো দক্ষিণ চট্টগ্রামের প্রথম বহুজাতিক কোম্পানি। এখানকার জীবনমান উন্নয়নে কাফকোর বড় ভূমিকা রয়েছে। কিন্ত অর্থনীতিতে এই প্রতিষ্ঠানের অবদান সেভাবে কখনো আলোচনা হয় না। সামাজিক উন্নয়নে কাফকোর আরো বেশি অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কর্মকর্তারা বলেন, কাফকোর হাত ধরে পুরো এলাকায় ব্যাপক শিল্পায়ন হয়েছে। কৃষিখাতে সারের যোগান দিয়ে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর জামিন
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের খাদ্যসামগ্রী বিতরণ