লোহাগাড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের পৃথক ৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির টপসয়েল কাটা, বনের কাট পাচারের অপরাধের দায়ে ইটভাটা মালিকসহ তিনজনকে ১ লক্ষ ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে বালু মহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় রিয়াদ নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে কলাউজান ইউনিয়নের পিএসবি ইটভাটার মালিক আইযুবকে একই আইনে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চুনতি ইউনিয়নের ফারাঙ্গা কিল্লাখোলা এলাকায় অবৈথ ভাবে বনের গাছ পাচারের দায়ে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর আওতায় স্থানীয় ইসলামের পুত্র মনসুরকে ১০হাজার টাকাসহ তিনজনকে সর্বমোট ১ লক্ষ ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান। অভিযানকালে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান দৈনিক আজাদীকে বলেন, একটি মহল উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিবেশের ভারসাম্য নষ্ট করে কৃষি জমির টপসয়েল কাটছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।