কৃষি জমিতে কাজ না করায় শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে বিষপানে মৃত্যু

শিক্ষক গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় কৃষি জমিতে কাজ না করায় মারধরের জেরে বিষপানে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর নাম হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭)। গত ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়াস্থ মাদরাসা আরবিয়া খাইরিয়া মাদ্রাসায় এ বিষপানের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে গতকাল আনোয়ারা থানায় মামলা হয়। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শিক্ষক হলেন, মাদরাসা আরবিয়া খাইরিয়ার মাওলানা রফিকুল ইসলাম (৩২)। নিহত শিক্ষার্থী হাফেজ ফোরকান বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। আর গ্রেপ্তার শিক্ষকের বাড়ি কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলায় বলে জানা যায়। নিহত শিক্ষার্থীর পিতা বদিউল আলমের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ বিষ খাওয়ার ঘটনা ধামা চাপা দিতে আমার ছেলেকে ডায়রিয়ার রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করে। এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করলেও মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বশীল কেউ হাসপাতালে দেখতেও যায়নি এবং কোন খবরও নেয়নি।

তিনি আরো বলেন, ফোরকান হাফেজ পড়া শেষ করে মাদরাসা আরবিয়া খাইরিয়ায় শর্টকোর্স মুতাকাফারা বিভাগে পড়াশোনার জন্য ভর্তি হয়। সে আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ভারী কোনো কাজ করতে পারত না। তাকে মাদ্রাসার কৃষি ভূমিতে কাজ করতে যাওয়ার জন্য চাপ দেয়, এতে অপারগতা প্রকাশ করে সে। ফলে অভিযুক্ত শিক্ষক আমার ছেলেকে বকাঝকা এবং মারধর করে। এতে ক্ষোভে ফোরকান বাড়ি চলে যেতে চায়। যওয়ার সময় মোবাইল ও কাপড় চোপড় কেড়ে নিয়ে তাকে আটকিয়ে রাখা হয়। যার কারণে গত ২ ফেব্রুয়ারি ফোরকান মাদ্রাসায় কৃষি কাজের জন্য আনা কীটনাশক খেয়ে ফেলে। পরবর্তীতে মাদ্রাসার শিক্ষকরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করায় ডায়রিয়ার রোগী হিসেবে। এর পর আমাদের খবর দেয়। আমরা গিয়ে ফোরকানের অবস্থা অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তি করি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে রাতে তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষপান করে মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার হাফেজ মোহাম্মদ ফোরকান নামের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক মাওলানা রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে মন্ত্রণালয়ের নির্দেশনা
পরবর্তী নিবন্ধদুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪তম