পটিয়ায় কম্বাইন হারভেস্টার মেশিন দ্বারা ধান কাটা কার্যক্রম উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল মঙ্গলবার সকালে তিনি উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা আ.লীগ নেতা আবদুল খালেক, এম এজাজ চৌধুরী, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা কৃষ্ণা দাশ, উপ–সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল, মুহাম্মদ শাহজাহান, টিটন কুমার চৌধুরী, সুমি দে প্রমুখ।
এ সময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক পটিয়ায় এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। কৃষি খাতকে স্মার্ট করে গড়ে তুলতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার। দিনমজুরের সংকট থাকায় হারভেষ্টার মেশিনের সহায়তায় কম খরচে যাতে কৃষকরা ধান উত্তোলন করতে পারে সেজন্য কৃষি বিভাগের উদ্যোগে ভর্তুকি মূল্যে তিনি তার প্রতিষ্ঠিত পটিয়া ফাউন্ডেশনের মাধ্যমে এ সহায়তা দিয়েছেন বলে জানান। এসময় কৃষকরা হুইপ সামশুল হক চৌধুরী তাদের সুবিধার জন্য পটিয়া ফাউন্ডেশন থেকে এ মেশিন প্রদান করায় হুইপের প্রতি কৃতজ্ঞতা জানান। পৌর এলাকায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে নতুন খাল খনন প্রকল্পের কাজ শীঘ্রই শুরুর আশাবাদ ব্যক্ত করে হুইপ বলেন , এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলে আর এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। তিনি পটিয়ায় প্রায় ১২শ কোটি টাকা ব্যয়ে চলমান খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণ কাজে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, এ খাল খনন প্রকল্প পটিয়াবাসীর জন্য আশির্বাদস্বরূপ।












