কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য চট্টগ্রামের মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন কোহিনুর কামাল এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাতজন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক-চ্যানেল আই এগ্রো এওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
সাতজনের মধ্যে চট্টগ্রামের মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কৃষি উদ্যোক্তা কোহিনুর কামাল এবং পরিবর্তনের নায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন খামার উদ্যোক্তা এরশাদ মাহমুদ। লায়ন কোহিনুর কামাল পার্বত্য এলাকায় আমসহ বিভিন্ন ফলদ বাগান সৃষ্টির মাধ্যমে নীরবে বিপ্লব ঘটিয়েছেন। পার্বত্য চট্টগ্রামে কৃষি বিপ্লবের অন্যতম পথিকৃত হিসেবেও মেরিডিয়ানের চেয়ারম্যান কোহিনুর কামালকে বিবেচনা করা হয়। গতকাল প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোহিনুর কামাল দৈনিক আজাদীকে জানান, বহুদিন ধরে আমরা কৃষির উন্নয়নে কাজ করছি। পার্বত্য চট্টগ্রামে আমরা বাগান সৃষ্টি করে বিভিন্ন ফলদ গাছের চাষাবাদ করছি। এই স্বীকৃতি আমাদের উৎসাহিত এবং কাজের গতি বাড়িয়ে দেবে বলেও তিনি মন্তব্য করেন।
বন্যপ্রাণি হিসেবে পরিচিত গয়ালকে গৃহপালিত প্রাণিতে পরিণত করার ক্ষেত্রে পথিকৃৎ খামারির ভূমিকা পালনকারী রাঙ্গুনিয়ার সুখ বিলাসের এরশাদ মাহমুদ পরিবর্তনের নায়ক হিসেবে পুরস্কার জেতেন। গতকাল দৈনিক আজাদীর সাথে আলাপকালে তিনি বলেন, বহুদিন ধরে গয়াল নিয়ে কাজ করছি। আমি গয়ালকে গৃহপালিত প্রাণিতে নয়; বিলুপ্তির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে কাজ করছি। তিনি বলেন, আমি নিজে খামার গড়ে তুলেছি। খামার করার ধারণাকে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছি। সুখ বিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেটেশন নামের প্রতিষ্ঠানের মাধ্যমে গয়ালকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে গৃহপালিত পশু হিসেবে ঘরে ঘরে খামার গড়ে তোলার ক্ষেত্রে কাজ করবেন বলেও জানান তিনি।