কৃষি ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের মমতার সম্মাননা প্রদান

| শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে উদ্যোক্তা হিসেবে অবদান রাখতে সক্ষম হয়েছেন এবং অন্যান্য উদ্যোক্তাদের অনুপ্রেরণার উদাহরণ হয়েছেন এমন ব্যক্তিদের উদ্যোক্তা সম্মাননা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। গত ২১ জুন আনোয়ারা উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। পিকেএসএফের সহায়তা মমতার পরিচালিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের উদ্যোগে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার এমন ৬জন উদ্যোক্তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেনকর্ণফুলি বড়উঠানের মো. নাসির, আনোয়ারার বরুমচড়ার মো. গিয়াস উদ্দিন, আনোয়ারার হাইলদর ইউনিয়নের রেহেনা বেগম, কর্ণফুলীর শাহমিরপুর ফরিদা ইয়াসমিন, কর্ণফুলীর জুলধা ইউনিয়নের মো. দিদারুল ইসলাম ও মালঘরের রুনা আক্তার।

মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক উদ্দীন। বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সহকারী পরিচালক মু. এনামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা