কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোয়ালখালীতে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গত ২৬ জুলাই উপজেলা সদরে মেলা উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ কৃষিতে ব্যাপক সাফল্য অর্জন করে চলেছে। কৃষক উপকৃত হওয়ার জন্য সরকার কৃষকদের জন্য ৭০% ভর্তুকিতে সারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের কৃষির সাফল্য আজ বিশ্বেও বিস্ময়। মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত রাখতে হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান শফিউল আজম, উপজেলা সমাবসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কৃষি অফিসার আতিকুল্লাহ, প্রকৌশলী রেজাউল করিম, রেজাউল করিম বাবুল, এম এ ঈছা, নাসির উদ্দিন, নুরুল আবছার হিরা, মো. শফিকুল আলম, মহিউদ্দিন প্রমুখ।
মেলায় বেশ কিছু নার্সারি তাদের উৎপাদিত ফল ও গাছের চারা প্রদর্শন করেন। এতে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরও তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করে। প্রেস বিজ্ঞপ্তি।