রাঙ্গুনিয়ায় এক ব্যক্তির গোয়ালঘর পুড়ে দিয়ে গরু লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মো. ইয়াছিন (৩০), মো. শাহজাহান (১৮) ও মো. নাছের (২৮)। তারা উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সিপাহীপাড়া গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানায় দায়ের করা মামলার বিবরণে জানা যায়, সরফভাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের কৃষক চরকত আলী সিকদারের একই এলাকায় গরুর খামার রয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিষয়ে পুলিশকে খবর দেয়া সন্দেহে গত বৃহষ্পতিবার সন্ধ্যায় চরকত আলীর গোয়ালঘর পুড়ে দিয়ে দুটি গরু লুট করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তিনি ইয়াছিনকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলার পর পুলিশ এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মো. হাছান বলেন, ইয়াছিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা ও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।