কৃষকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি : এম এ সালাম

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের বর্ধিত সভা গতকাল শনিবার সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আকবর আলী চৌধুরী। প্রধান অতিথি এমএ সালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন কৃষক সমাজ হচ্ছে এদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। কৃষকদের কে উন্নয়নে অংশীদার করে দেশ পরিচালনা করতে হবে। উত্তর জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ সংগঠন কে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার ভূমিকা রাখবে। এতে উত্তর জেলা কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতার আশ্বাস এমপি নজরুলের
পরবর্তী নিবন্ধঅসহায় ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া