বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম–পরিষদ সদস্য, সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু সেগুলোকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারছি না। রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে কৃষিকে সম্পূর্ণ স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবরাহ, বিনা জামানতে ঋণ এবং আধুনিক কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সাতকানিয়ার কাঞ্চনা এলাকায় গণসংযোগ ও বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভাগুলোতে সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুস সোবহান, সেক্রেটারি তারেক হোসাইন, সাবেক সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফফর আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন আমির মাওলানা আবু তাহের, সেক্রেটারি জায়েদ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল গণি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ আহমদ উপস্থিত ছিলেন। শাহজাহান চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে জোটপুকুরিয়া বাজার, লতাপীর বাজার, মথুরা ডাঙ্গা, মনু ফকিরহাট, গোলজানপাড়া, ফুলতলা স্টেশনসহ আরো বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












