কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্দেহের ফাঁদ থেকে মুক্তির পথ চাই

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

বৈশ্বিক দৃষ্টিতে আমরা এখন এক নতুন যুগের সাক্ষী, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এই দ্রুত পরিবর্তনের মাঝে সন্দেহ ও বিভ্রান্তির ছায়া যেন অদৃশ্য জঞ্জাল বোনা হয়েছে চারপাশে। প্রযুক্তির চমকপ্রদ অগ্রগতি আমাদের জীবনে সুফল বয়ে আনলেও, একই সঙ্গে সন্দেহের ফাঁদও তৈরি করেছে। এ সন্দেহ আমাদের চিন্তার স্বাধীনতা, সিদ্ধান্তগ্রহণ এবং মানসিক।

আজকের তথ্যসমৃদ্ধ যুগে বিভ্রান্তিমূলক তথ্য থেকে দূরে থাকার একমাত্র উপায় হল সতর্ক ও জ্ঞাত থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস বজায় রাখা। সন্দেহ যখন আমাদের ভয় দেখায়, তখন জ্ঞানের আলোতে আমরা সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারি। প্রযুক্তির ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়া আমাদের মুক্তির চাবিকাঠি। সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্দেহের ফাঁদ থেকে মুক্তির পথের মূল মন্ত্র হলোসচেতনতা, বিচারবুদ্ধি ও আত্মবিশ্বাস। এগুলো গড়ে তুলে আমরা আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি মানসিক শান্তি ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

মুহাম্মদ রাশেদুল ইসলাম আকিব

ইসলামিক স্টাডিজ বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআবু জাফর শামসুদ্দীন : সাংবাদিক ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধপ্রসঙ্গ: প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাসমাবেশ