টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার ভোরে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ-ঘাট এলাকা থেকে উক্ত ইয়াবা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক। তিনি বলেন, গোপনে খবর পেয়ে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম । এক পর্যায়ে পশ্চিম পাড়া নৌ-ঘাট এলাকায় বস্তাসহ তিন ব্যক্তিকে দেখতে পান তারা। গতিবিধি সন্দেহজনক হলে তাদের থামার সংকেত দেয়া হয়। কিন্তু পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা রংয়ের তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাগুলো খুলে তল্লাশি করে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এদিকে ছয় কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা নারী বেবি আক্তার (৩৬) ও নুর কাইদাকে (২০) আটক করে ১৬ এপিবিএন সদস্যরা। সম্পর্কে তারা মা-মেয়ে। টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় এপিবিএন ক্যাম্পের কর্মকর্তা ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ক্যাম্পের খাদ্য বিতরণ অফিসের সামনে থেকে তাদের আটক করে। তারা উভয়ই নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা। কঙবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক ( এসপি) তারিকুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।