কুহেলিকা প্রেম

অঞ্জলি বড়ুয়া | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কাশফুলের মেলায়েম পরশে পাই তোমার আদর

রোমে রোমে শিহরণ লাগা মখমলে আলতো চাদর!

হিমেল হাওয়ায় ভাসানো ভেলা তবুও উষ্ণ অভ্যর্থনা

মেঘে মেঘে রং বেরং এর মেলা উচাটন আনমনা।

লজ্জাবতীর মত শিউলির ঠোঁট রাঙানো সলজ্জ হাসি,

উঁকি দেয় তো দেয় না শিশিরবিন্দু যেন ভেজা প্রেয়সী।

তবুও ফিরে পেতে চায় শ্রাবণ সন্ধ্যা আর ভরা ভাদর

নীল আকাশে উড়ে চলে কুহেলিকা প্রেম থর থর।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছায় নির্বাসনে যাবো
পরবর্তী নিবন্ধএকটি গানের হারিয়ে যাওয়া সুর