পটিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন আল–খিদমাহ ও মরহুম সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারবর্গের সৌজন্যে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়ার এক হাজারের অধিক অসহায় দরিদ্র নারী পুরুষ পেল ফ্রি মেডিকেল সেবা, খৎনা ও ব্লাড গ্রুপ নির্ণয় সেবা। এ চিকিৎসা সেবায় বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি প্রায় ৩০ জন দরিদ্র অসহায় শিশুকে ফ্রি সুন্নাতে খৎনা চিকিৎসা সেবা দেয়া হয়। শনিবার দিনব্যাপী এ চিকিৎসা সেবা ও সংবর্ধনা অনুষ্ঠান উপজেলার কুসুমপুরা ইউপির হোয়াইট প্লাস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এছাড়াও আল খিদমাহ‘র বার্ষিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০০ জন শিক্ষার্থীদের পুরস্কার, এইচএসসি তে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রধান করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠান হোয়াইট প্লাস কনভেনশন হলের পরিচালক হাজী দিদারুল আলমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন আল খিদমাহ’র প্রধান উপদেষ্টা নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা হাজী নুরুল ইসলাম, সমাজসেবক ও সংগঠক নসরুল্লাহ খান, তালিমুল কোরআন একাডেমির পরিচালক আরিফ উদ্দীন, আমিন সওদাগর, মোতালেব সওদাগর, ফরহাদুল আলম, জুনায়েদ আসাদ সহ আল খিদমাহ’র উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রানা হামিদ হৃদয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আল–খিদমাহ’র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে মরহুম সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারের এই মহতী উদ্যোগকে সবাই সাধুবাদ জানান।












