প্রতিবছর জানুয়ারি মাসের শেষ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস হিসেবে গতকাল রোববার বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশে কুষ্ঠরোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। গতকাল বিকেল ৩টায় ৬৯তম বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে অসহায় দারিদ্র্য জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ওষুধ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মুহাম্মাদ শফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুরারোগ্য এই ব্যাধি একসময় মানুষের মৃত্যুর কারণ ছিল। চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের ফলে কুষ্ঠ রোগের চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করা সম্ভব হয়েছে। তবে এর চিকিৎসা ব্যবস্থা আরো আধুনিকায়ন করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির সদস্য মুহাম্মাদ ইয়ার আহমদ জিলানী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আলাউদ্দীন সওদাগর, রাসেল সওদাগর, মুহাম্মাদ সামিদুল ইসলাম, মুহাম্মাদ আনোয়ার হোসাইন সুমন কমলনগরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।