কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:১৪ অপরাহ্ণ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ।
আজ শনিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রকিবুল হাসান দিনারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারীরা।
এরপর রাত সাড়ে নয়টায় একই জায়গায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্যে হামলা দেশের মানচিত্রে হামলার শামিল। এ দুঃসাহস যারা দেখিয়েছে তাদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর ভাষ্কর্য চবি ক্যাম্পাসসহ সারাদেশে তৈরি করতে হবে।”
ছাত্রলীগ নেতা আবরার শাহরিয়ার বলেন, “বঙ্গবন্ধু আমাদের বাঙালি জাতির রাষ্ট্রের জনক, আমাদের আবেগ আমাদের অস্তিত্ব, আমাদের আবেগের জায়গায় যদি হাত দেওয়া হয় সেই মৌলবাদী এবং ধর্মান্ধ গোষ্ঠীর হাত গুড়িয়ে দেওয়া হবে।”
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজাদীকে বলেন, “যারা জাতির জনকের চিহ্ন মুছে দিতে চায় তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। মৌলবাদীদের সকল ষড়যন্ত্র শক্ত হাতে দমন করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধমুসলিম দেশগুলোতে ভাস্কর্য ইসলামবিরোধী নয়, বাংলাদেশে কেন এটা অযৌক্তিক?
পরবর্তী নিবন্ধস্ত্রীর গলা কেটে পালিয়েও গ্রেফতার