কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে : মেয়র

তাওহীদুল উম্মাহ মাদরাসার পাগড়ী প্রদান অনুষ্ঠান

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সদরঘাট আইসফ্যাক্টরি রোডস্থ তাওহীদুল উম্মাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও পাগড়ী প্রদান অনুষ্ঠান গতকাল রোববার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মোহাম্মাদ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক ছিলেন আলজামিয়া আলইসলামিয়া পটিয়ার মহা পরিচালক আবু তাহের নদভী কাসেমী। বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আলআযহারী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মুফতি ওবায়দুল্লাহ, নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, প্রিন্সিপাল আরিফুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান, ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হাফেজ নুরউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ী প্রদান করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, কুরআনের আলোকে জীবন গঠন ও দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। তিনি কুরআনি শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে তাওহীদুল উম্মাহ মাদরাসার ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ’লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধঅ্যাশেজ সিরিজ জয় অস্ট্রেলিয়ার