কুরআন-সুন্নাহর আলোকে নির্দেশনা দেয়া আলেম সমাজের দায়িত্ব

সাতকানিয়ায় ইসলামী মহাসম্মেলনে বক্তারা

| রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৯ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার মাদার্শা বাবুনগর মক্কারবাড়ীস্থ মাদরাসা ইয়াছিন মক্কী আল্‌ কাছেমিয়্যাহ্‌ হেফজখানা এতিমখানা ও আল্লামা নুরুল হুদা (রহঃ) স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে ৬ষ্ঠ ইসলামী মহাসম্মেলন গতকাল স্থানীয় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইসলামী মহাসম্মেলনের উদ্বোধন করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক, আইআইইউসিরর বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী এমপি।

মহাসম্মেলন মেহমান ছিলেন আল্লামা ইয়াহিয়্যাহ দা.বা, আল্লামা ওবাইদুল্লাহ হামযা, আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা, আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন, আল্লামা মুফতি রেজাউল করিম আবরার, মুফতি হাবিবুল ওয়াহেদ, মাওলানা হোসাইন আল মাহমুদ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আবদুল্লাহ আল মারুফ প্রমুখ। সম্মানিত অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, আবদুশ শুকুর প্রমুখ। মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন আল্লামা সরওয়ার কামাল আজিজি, হাফেজ মাওলানা খোবাইব বিন তৈয়ব, মাওলানা আবুল হাছন, অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। মহাসম্মেলনে বক্তারা বলেন, নবীদের উত্তরসূরি হিসেবে কুরআনসুন্নাহর আলোকে জাতিকে নির্দেশনা দেয়া আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত