কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরলে বিপর্যস্ত অবস্থা থেকে নিষ্কৃতি মিলবে

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিনে আল্লামা সালেহী

| বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে আহলে বায়তে রাসূল () স্মরণে দশদিনব্যাপী ৪০ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের গতকাল মঙ্গলবার ৫ম দিনে ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গণি সালেহী বলেছেন, সারা বিশ্বে মুসলমানরা আজ বিপর্যস্ত কঠিন অবস্থার মুখোমুখি। অনৈক্য ও বিভক্তির জন্য দায়ী মুসলিম শাসকদের ব্যর্থতা এবং সেই সঙ্গে ইসলামচ্যুত গোষ্ঠীর অপতৎপরতা। তারা ইসলামের নামে বিকৃত মতাদর্শ প্রচার করে মুসলমানদের ঈমান আক্বিদা বিনষ্টের পাঁয়তারায় লিপ্ত। মুসলমানদের এই দুরবস্থা ও বিপর্যস্ত অবস্থা থেকে নিষ্কৃতি পেতে কুরআন সুন্নাহ ও আহলে বায়তে রাসূল () কে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। মাহফিলে সভাপতিত্ব করেন ছারছিনা দরবার শরিফ থেকে আগত আল্লামা মোহাম্মদ রুহুল আমিন আবসারি। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সূফি মোহাম্মদ মিজানুর রহমান। মুসলমানদের অনৈক্য লামাজহাবি সালাফিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ঢাকা দারুন্নাজাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি ওসমান গণি সালেহী। সহিহ হাদিসের আলোকে হাসনাইন করিমাইনের মর্যাদা নিয়ে আলোচনা করেন সুন্নি নূরানি বোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভি। পাপিষ্ঠ ইয়াজিদের পরিণতি বিষয়ে আলোচনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জমান। ঐক্যবদ্ধ সুন্নিয়তের প্রয়োজনীয়তা প্রেক্ষিত কারবালা বিষয়ে আলোচনা করেন চান্দগাঁও আল আমিন বারীয়া দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ সাইফুল ইসলাম বারী।

মাহফিলে অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মুহাম্মদ আবুল হাশেম শাহ, সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ মুসলেম উদ্দিন, জামেয়ার আরবি প্রভাষক আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দীন আলকাদেরী, সমাজ সেবক মুহাম্মদ ইদ্রিস, এস এস গ্রুপের কর্ণধার আলহাজ্ব নুর মুহাম্মদ। কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন ক্বারী মোসাদ্দেক মোরশেদ। নাতে রাসূল () পরিবেশন ও মিলাদ শরিফ পাঠ করেন তৈয়্যব মুহাম্মদ তাহসিন।

. জাফর উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির ডাইরেক্টর আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন সোহাগ, আলহাজ্ব খোরশেদুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ সাইফুদ্দীন, প্রফেসর কামাল উদ্দীন আহমদ, আলহাজ্ব মুহাম্মদ দিলশাদ আহমেদ, হাফেজ মাওলানা আহমদুল হক, হাফেজ ছালামত উল্লাহ, আব্দুল হাই মাসুম, জাফর আহমদ সাওদাগর, মুহাম্মদ মনসুর সিকদার, মাহবুবুল আলম, মুহাম্মদ মাইনুদ্দীন মিঠু, জহির উদ্দীন, শফিক আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দিন, মওলানা আবু সাঈদ মুহাম্মদ হামেদ, শফিক আহমদ, মোহাম্মদ নাজিব আশরাফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট বাস্তবায়ন প্রক্রিয়া শুরু
পরবর্তী নিবন্ধজুলাই সনদ আদায় করেই ছাড়ব