কুয়াশায় চট্টগ্রামের আকাশ ঘুরে ঢাকায় নামল ৩টি ফ্লাইট

বেলা বাড়লে ফেরত আসে, যাত্রীদের ভোগান্তি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৪:২৮ পূর্বাহ্ণ

কুয়াশার কারণে চট্টগ্রামে নামতে না পেরে আন্তর্জাতিক রুটের তিনটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। বেলা বাড়ার পর কুয়াশার দাপট কমলে ফ্লাইটগুলো ফিরে আসে। এতে কাতার এবং মাস্কাট থেকে আসা পাঁচ শতাধিক যাত্রীকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে।

সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ৭ টায় ইউএস বাংলার বিএস৩৩৪ ফ্লাইটটি ১৫০ জন যাত্রী নিয়ে কাতার থেকে চট্টগ্রামে পৌঁছে। কিন্তু ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় পাইলট বিমানটি নিয়ে অবতরণ করতে পারছিলেন না। কয়েকবার আকাশে চক্কর দেয়ার পর ফ্লাইটটিকে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়। সেখানে ভালোয় ভালোয় অবতরণ করা সম্ভব হলেও যাত্রীদের বিমানে বসিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে বেলা ১১ টা নাগাদ ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে। গতকাল সকাল ৮ টা ৪০ মিনিটে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওএমএস ৪০১ ফ্লাইটটি ২০৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের আকাশে পৌঁছায়। কিন্তু কুয়াশার কারণে এই ফ্লাইটটিও চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। কয়েকবার চক্কর দিয়ে এটিও ঢাকা চলে যায়। সেখান থেকে বেলা সোয়া এগারটা নাগাদ ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে।

মাস্কাট থেকে ১৫৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট বিএস৩২২ সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রামে অবতরণের চেষ্টা করে। কিন্তু অবতরণ করতে না পারায় ফ্লাইটটিকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। কুয়াশা কমে আসলে বেলা সাড়ে ১২টা নাগাদ ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়।

কুয়াশার কারণে সামপ্রতিক সময়ে বিমান ওঠানামায় কিছুটা সমস্যা হচ্ছে বলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটলমল টিউলিপ, ‘বিকল্প খুঁজছে’ ডাউনিং স্ট্রিট
পরবর্তী নিবন্ধমাইনাস টু’র আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু