কুমিল্লা সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সহিদ জানান, গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূঁইয়া ভূঁইয়া বাড়ি ঈদ গা মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে পিস্তল দিয়ে গুলি করে। এ সময় ঈদগা মাঠে থাকা মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে।
পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি ডান হাঁটুতে গুলিবিদ্ধ হন।
ওসি সহিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার পরপরই পালিয়ে যায় তারা। আমরা অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।