কুমিল্লাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে দারুণ শুরু করেছিল চট্টগ্রাম জেলা দল। গত রোববার লক্ষীপুর জেলা দলকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল চট্টগ্রাম। গতকাল টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রামের কিশোররা। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৬ ক্রিকেট দল ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা জেলা দলকে। আগের ম্যাচে সেঞ্চুরি করা আওসাফ খান এ ম্যাচে ফিরেছে কোন রান না করেই। তারপরও দলের ব্যাটার এবং বোলারদের দারুণ নৈপুণ্যে বিশাল জয় তুলে নেয় চট্টগ্রাম। টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ১০ রানেই প্রথম উইকেট হারায়। রানের খাতা খোলার আগেই ফিরেন আওসাফ খান। তবে আবদুল্লাহ মাসুদ, ওয়াহিদ মুরাদ, জুনায়েদ হোসেনদের নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ বলে ৭২ রান করে ওয়াহিদ মুরাদ। ৯টি চার এবং ২টি ছক্কা মেরেছে মুরাদ। এছাড়া আবদুল্লাহ মাসুদ ৩৯, জুনায়েদ ৫৩ বলে অপরাজিত ৪৭ এবং মিনহাজুল করে ১৫ রান। কুমিল্লা জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে নিলাদ্রি শেখর রায়। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে মোস্তাফিজুর রহমান এবং আসিফ।

২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা কুমিল্লা জেলা দল ৪ রানে প্রথম উইকেট হারায়। এরপর চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং বিশেষ করে মিনহাজুল, আজমাইন এবং রশিদ আবদুল্লাহর বোলিং তোপের মুখে পড়ে ৩৭.১ ওভারে ১০৯ রানে অল আউট হয়ে যায় কুমিল্লা জেলা দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ বলে ৪১ রান করে জিহাদ হোসেন। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছে মাত্র দু’জন। তারা হলো ১৮ রান করা নিলাদ্রি শেখর এবং ১৭ রান করা লুৎফুর রহমান। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ৮ ওভার বল করে ৩০ রান খরচায় ৪ উইকেট নিয়েছে মিনহাজুল। এছাড়া ১৮ রানে ৩টি উইকেট নিয়েছে আজমাইন ইক্তিদার। ১৭ রানে ২টি উইকেট নিয়েছে রশিদ আবদুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিপক্ষকে কড়া বার্তা শান্তর
পরবর্তী নিবন্ধআলোকচিত্রীদের ফের যে কথা মনে করিয়ে দিলেন কারিনা