কুমিল্লা-৭ আসন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রাণ গোপাল দত্ত

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। গতকাল শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ দলীয় সাংসদ মো. আলী আশরাফ মারা যান।
শূন্য ওই আসনের জন্য মনোনয়ন পেয়েছেন নাক, কান ও গলার বিশেষজ্ঞ চিকিৎসক প্রাণ গোপাল দত্ত। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশব্দ দূষণ নগরজীবনে স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ
পরবর্তী নিবন্ধকর্পোরেট শাখাসমূহের ব্যবসা উন্নয়ন সভা