কুমিল্লা কোম্পানিগঞ্জে ট্রাফিক পুলিশ চাই

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

কুমিল্লা জেলার মুরাদনগর থানার অন্তর্গত কোম্পানিগঞ্জ একটি স্টেশন। এই স্টেশনের মাঝ দিয়ে অতিক্রম করেছে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলা। ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে পায়ে হেঁটে, কেউবা বাই চাইকেল নিয়ে। এই সড়কে জেব্রা ক্রসিং লাইন নেই বললে চলে। এমনকি ট্রাফিক পুলিশও। গুরুত্বপূর্ণ ও কর্মব্যস্ততম কোম্পানিগঞ্জ এলাকায় কোনো ট্রাফিক পুলিশ না থাকার কারণে প্রতিদিন ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের রাস্তা পারাপার হতে হিমশিম খেতে হচ্ছে। রাস্তায় যানবাহনগুলো মেনে চলছে না কোনো ট্রাফিক আইন। এ ছাড়াও, প্রায় সময় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং রাস্তার মাঝে গাড়ি পার্কিং এর মাধ্যমে যানজটের সৃষ্টি করে। ফলে দীর্ঘক্ষণ গাড়ির যাত্রীদের অপেক্ষার প্রহর গুণতে হয় এবং যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষদেরও অসুবিধা হয়ে পড়ে। যার ফলে যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কর্মজীবীদের। তাছাড়া গাড়ির অধৈর্য বিরক্তিকর হরণ বাজানোর কোনো কমতি নেই। অতএব কোম্পানিগঞ্জ এলাকায় ট্রাফিক পুলিশ ও ট্রাফিক আইন জারির মাধ্যমে চলাচলের ক্ষেত্রে বিশেষ সহায়ক হওয়ার জন্য ট্রাফিক প্রশাসন কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ প্রকাশ করছি।

মোহাম্মদ ইমাদ উদ্দীন

কোম্পানিগঞ্জ, কুমিল্লা।

পূর্ববর্তী নিবন্ধঅজিত রায় : স্বাধীন বাংলা বেতারের অন্যতম সংগঠক
পরবর্তী নিবন্ধএকটি চিঠি