হযরত আল্লামা শাহ্ আবদুল মালেক আল–কুতুবীর (রহ.) ২ দিনব্যাপী ২৩তম বার্ষিক ওরশের প্রধান দিবস আজ। এ উপলক্ষে গত দুইদিন আগে থেকেই দেশের দূরদূরান্ত হতে বিভিন্ন নজরানা নিয়ে ভক্তদের ঢল নেমেছে কুতুব শরীফ দরবারে।
আজ প্রধান দিবসে দেশবরেণ্য আলেমগণের ওয়াজ–নসিহত ও বিভিন্ন জ্ঞানী–গুণি ব্যক্তিদের স্মৃতিচারণমূলক বক্তব্য এবং যিকির–আযকার শেষে গভীররাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরী মোনাজাত করবেন দরবার পরিচালক ও গদিনশীন শাহ্জাদা শেখ ফরিদ আল–কুতুবী (মা.জি.আ.)।
এদিকে সাধারণ মুসল্লিদের আসা–যাওয়ার সুবিধার্থে পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট টু–শাহী দরবার জেটিঘাট, বড়ঘোপ স্টিমার জেটিঘাট, বাঁশখালীর ছনুয়াঘাট টু আকবরবলী পাড়া জেটিঘাট, ধুরুং জেটিঘাট, মহেশখালী টু আলী আকবর ডেইল জেটিঘাট ও চট্টগ্রাম ফিরিঙ্গাবাজারঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ভাড়া/টোল আদায় সীমিত রাখার বিশেষ ব্যবস্থা করতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন ওরস–ফাতিহা এন্তেজামিয়া কমিটির সভাপতি আজিজুল কদর, মহাসচিব মুহাম্মদ শরীফ ও এডভোকেট মাহ্ফুজুর রহমান খাঁন। প্রেস বিজ্ঞপ্তি।











