কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ নির্মাণের জন্য তৈরি করা গর্তে পড়ে রায়হান নামের ১৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আলী আকবর ডেইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে গত মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি ৬নং ওয়ার্ডের রাহমতউল্লাহর ছেলে। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এনাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শিশু রায়হানের দাদার বাড়ি আলী আকবর ডেইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। কয়েকদিন আগে সে পরিবারের সদস্যদের সাথে ২নং ওয়ার্ডের তেলিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকালে শিশুটি রাস্তায় খেলা করার সময় বেড়িবাধ নির্মাণের জন্য তৈরি করা গর্তে পড়ে যায়। পরে শিশুটির মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।