কুতুবদিয়ায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৫ এপ্রিল, ২০২২ at ৯:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতে শহিব উদ্দিন ও সাহাব উদ্দিন নামের ২ শ্রমিক নিহত হয়েছে। বজ্রপাতে অজ্ঞান হয়ে আহত হওয়া সুশীলা দাশ (৩৬) নামের এক নারীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলী আকবর ডেইল এবং বড়ঘোপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শহিব উদ্দিন (৬০) আলী আকবর ডেইল এর তাবেলরচর গ্রামের আবু জাফরের ছেলে ও সাহাব উদ্দিন (৪৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে কুতুবদিয়ায় হালকা বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হলে আলী আকবর ডেইল এর তাবেলারচর গ্রামের লবণ শ্রমিক শহিব উদ্দিন বোটে লবণ তোলার সময় এবং সাহাব উদ্দিন কুতুবদিয়া চ্যানেল থেকে বালু উত্তোলনকালে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুতুবদিয়ায় বজ্রপাতে দুজন নিহত মারা গেছেন এবং একজন নারী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর পেকুয়া প্রতিনিধির ওপর হামলা
পরবর্তী নিবন্ধসাগরে ট্যাঙ্কার-কন্টেনারবাহী জাহাজের সংঘর্ষ