কুতুবদিয়ায় পুকুরে ডুবে বাবু নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বড়ইতলী পাড়ায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের শফি আলমের পুত্র বাবু (২) বাড়ির সকলের অজ্ঞাতসারে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পুকুর থেকে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।