কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২ মে) উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলা ছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আজ রবিবার সকাল ৭টার দিকে ঐ গ্রামের নাছির উদ্দিনের দুই বছরের শিশু পুত্র হাবিব পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এ নিয়ে গত দুই সপ্তাহে কুতুবদিয়ায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।