কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরে ডুবে সাবিদা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকালে উত্তর ধূরুং নয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাবিদার পিতা দেলোয়ার জানান, পরিবার সদস্যদের অজ্ঞাতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সাবিদা। পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যুদয় ও ক্রান্তিকালে জিয়ার ভূমিকা অবিস্মরণীয়
পরবর্তী নিবন্ধতাঁত শিল্পের পুনর্বিন্যাসে কাজ করছে সরকার