কুতুবদিয়ায় জেটি ঘাট সংস্কার করে সী-ট্রাক সার্ভিস চালুর দাবি

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া উপজেলার সাথে পেকুয়ার মগনামা ঘাটে নিরাপদ যাত্রী পারাপার ও মালামাল পরিবহনের নিমিত্তে কুতুবদিয়া ও মগনামার উভয় পাড়ের জরাজীর্ণ জেটিঘাট সংস্কার করে কুতুবদিয়া চ্যানেলে সীট্রাক সার্ভিস চালুর দাবি দিন দিন জোরালো হচ্ছে।

পার্শ্ববর্তী উপকূলীয় দ্বীপ মহেশখালী ও সন্দ্বীপে সামপ্রতিক সময়ে সিট্রাক চালু হওয়ায় ২ লক্ষ জনগণ অধ্যুষিত কুতুবদিয়াবাসীর এ দাবি গণদাবিতে পরিণত হচ্ছে। জানা যায়, কুতুবদিয়া চ্যানেলে সীট্রাক চালুর সম্ভাব্যতা যাচাই ও কুতুবদিয়াকে উপকূলীয় নদী বন্দর ঘোষণার সম্ভাব্যতা সরেজমিনে পরিদর্শন করে গেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। পরিদর্শনকালে কুতুবদিয়ায় সীট্রাক সার্ভিস চালু ও কুতুবদিয়াকে নদী বন্দর ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গঠিত কমিটির সদস্যবৃন্দও এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। এ সময় যতদ্রুত সম্ভব জেটির সংস্কারসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাটামো নির্মাণ কাজ সম্পন্ন করে সীট্রাক সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধজুলাই যুদ্ধে নিহত শহীদদের স্মরণে পেকুয়ায় জামায়াতের গণমিছিল
পরবর্তী নিবন্ধপরিমল দত্ত