সমপ্রতি কুতুবদিয়ায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। সংগঠনের উপদেষ্টা তরুণ সমাজকর্মী ফয়সাল আমিনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনের কুতুবদিয়া ও মহেশখালী শাখার স্বেচ্ছাসেবীরা। উপহার বিতরণ কার্যক্রম ৪টি বিতরণ কেন্দ্রে ভাগ করে স্থানীয় ২৭০ টি অসহায় পরিবারের হাতে শুকনো খাবার, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সুবিধাভোগীদের মাঝে উপহার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, কুতুবদিয়া শাখার উপদেষ্টা মাস্টার কাইচার আলম, সদস্য সচিব ফজল করিম, অর্থ সম্পাদক আব্দু রহিম, স্বেচ্ছাসেবী শফি, মেহেদি, মাইমুন, হেফাজ, রাসেল, টিপু, রিদুয়ান, সাইফুল সহ স্বেচ্ছাসেবী সমন্বয় ফোরামের সদস্যবৃন্দ। সংগঠনের উপদেষ্টা ফয়সাল আমিন জানান, দুর্যোগ–দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইন শা আল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।