কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে নুসপা নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার লেমশিখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু নুসপা ওই এলাকার কায়সার আলমের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় নুসপা।
পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।