কুতুবদিয়ায় জাটকা নিধনের অপরাধে ২ জনকে কারাদণ্ড

কুতুবদিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ১০:২০ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় জাটকা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে ২০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা কারা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বড়ঘোপ স্টীমার ঘাট এলাকায় নৌবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই জেলে দিলদার হোসেন (২২) ও আবদুর রহিমকে (৪১) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন জানান, বড়ঘোপ স্টীমার ঘাট এলাকায় নৌবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে জাটকা নিধন ও বিপণনের অপরাধ স্বীকার করায় ঘটনাস্থলেই দিলদার হোসেন ও আবদুর রহিম দুজনের প্রত্যেককেই ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জাটকা মাছগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে দুটি এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়। সরকারি আইন বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম পূজা পরিষদের সভাপতি-সম্পাদককে অব্যাহতি
পরবর্তী নিবন্ধমিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে আটকে দিল মালয়েশিয়ার পুলিশ