কক্সবাজারের কুতুবদিয়ায় জাটকা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে ২০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা কারা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বড়ঘোপ স্টীমার ঘাট এলাকায় নৌবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই জেলে দিলদার হোসেন (২২) ও আবদুর রহিমকে (৪১) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন জানান, বড়ঘোপ স্টীমার ঘাট এলাকায় নৌবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে জাটকা নিধন ও বিপণনের অপরাধ স্বীকার করায় ঘটনাস্থলেই দিলদার হোসেন ও আবদুর রহিম দুজনের প্রত্যেককেই ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জাটকা মাছগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে দুটি এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়। সরকারি আইন বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।