কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে দুই রোহিঙ্গাকে হত্যা করেছে। উখিয়ার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহত দুই রোহিঙ্গা নুর মোহাম্মদ (১৭) ও সমশু আলম (২৩) কুতুপালং ২ ও ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে কুতুপালং মেগা ক্যাম্পের ৬ ও ৭ ক্যাম্পের সীমানায় নৌকার মাঠে প্রকাশ্যে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষ আরসার সদস্য সন্দেহে এআরএ ও আরএসও এর ২০/২২ জনের সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় ঐ এলাকায় সাধারণ রোহিঙ্গাদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে একদল সন্ত্রাসীর এলোপাতাড়ি গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের মধ্যে কুতুপালং ২/ইস্ট ক্যাম্পের ডি/৪ ব্লকের মৃত গফুর আহাম্মদের ছেলে নুর মোহাম্মদ (১৭) ঘটনাস্থলে ও ৭ নম্বর ক্যাম্পের সি/৬ ব্লকের আহাম্মদ হোসেনের ছেলে সামসু আলম (২৩) গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা হাসপাতালে নিহত হয়েছে। ওসি জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে। তবে কি কারণে প্রকাশ্যে দিবালোকে এ ধরনের সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তার সঠিক কোন কিছু বলতে পারেননি তিনি। যদিও উক্ত ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন পুলিশের একটি টিম ঘটনার সময় আশপাশে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ওসি জানান, আসামিদের আটকে তৎপরতা চলমান রয়েছে বলে উখিয়া থানার ওসি জানান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৭৮৬