কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ সত্য সিংহ মিলনায়তনে পরিচালনা সংসদের সভাপতি রাজীব সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, মহাবিদ্যালয়ের পরিচালনা সংসদের দাতা সদস্য বাসুদেব সিংহ, বিদ্যামন্দিরের সভাপতি কস্তুরি সিংহ, বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক পলাশ রায় চৌধুরী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা দে। উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ (অধ্যক্ষ–ভারপ্রাপ্ত) মোসাররাত আখতার লুনা।
নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে দ্বাদশ শ্রেণির ছাত্রী স্বীকৃতি দাশ, নবীন ছাত্রীদের পক্ষে মানপত্র গ্রহণ করে একাদশের ছাত্রী ঐশী দাশ। বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণির ছাত্রী রামিসা মালিহা। নবীন ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখে একাদশের ছাত্রী সুমাইয়া মোবারক।অনুষ্ঠান সঞ্চালনা ও পরিকল্পনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ]পূরবী দাশগুপ্তা ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক পলাশ মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।