কুখ্যাত আলকাতরাজ কারাগার ফের চালুর নির্দেশ ট্রাম্পের

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আলকাতরাজ কারাগার পুনরায় চালু ও বর্ধিত করতে তার সরকারকে নির্দেশনা দিয়েছেন। খবর বিডিনিউজের। স্যান ফ্রান্সিসকোর গোল্ডেন গেইট ব্রিজের কাছে অবস্থিত একটি দ্বীপে কুখ্যাত কারাগারটির অবস্থান, ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়ার পর থেকে এটি জনপ্রিয় এক পর্যটন গন্তব্যে পরিণত হয়, জানিয়েছে বিবিসি। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, অনেক দিন ধরেই আমেরিকা নৃশংস, সহিংস ও বারবার অপরাধ করেই যাচ্ছে এমন অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে। ফের চালু হওয়া আলকাতরাজ আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে কাজ করবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কুখ্যাত এ কারাগারটি দ্য রক নামেও পরিচিত। আলকাতরাজ মূলত ছিল নৌ প্রতিরক্ষা দুর্গ, ২০ শতকের গোড়ার দিকে এটি সামরিক কারাগার হিসেবে পুনর্র্নিমিত হয়। ১৯৩০ সালে এটি মার্কিন আইন মন্ত্রণালয়ের হাতে যায় এখন তখন থেকেই কেন্দ্রিয় কারাগার থেকে বন্দিদের সেখানে স্থানান্তর করা শুরু করে। কুখ্যাত গ্যাংস্টার আল ক্যাপোনে, মিকি কোহেন ও জর্জ মেশিন গান কেলির মতো দুর্ধর্ষ বন্দিরা এখানে কয়েদ ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েল
পরবর্তী নিবন্ধনিশ্ছিদ্র প্রতিরক্ষা ও উচ্চ প্রযুক্তির নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান