বলুয়ার দীঘির পূর্ব ও পশ্চিম পাড়। কোরবাণীগঞ্জ, দেওয়ানবাজার, পাথরঘাটা, মিয়াখাঁন নগরসহ নগরীর অলিগলি ও রাজপথে অসংখ্য বেওয়ারিশ কুকুরের উপদ্রব খুব বেড়ে গেছে। অসংখ্য কুকুরকে কিলবিল করতে দেখা যায়। বাসা থেকে বের হলেই পথচারীরা নানা স্পটে কুকুরের উপদ্রবের মুখোমুখি হচ্ছে প্রতিদিন। বিশেষ করে মানুষ দেখলেই আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসছে ভয়ঙ্কর কুকুরেরা। কম বয়েসী শিক্ষার্থী শিশু কিশোরগণ কুকুরের ভয়ে থাকে প্রতিদিন তটস্থ ও উৎকণ্ঠায়। অন্যদিকে নগরীর অলিগলিতে বিচরণকারী কুকুরদের সারাক্ষণ ঘেউ ঘেউ শব্দে নগরবাসীর ঘুম যেন হারাম হওয়ার দশা। তাই বর্তমান প্রশাসক এর নিকট বিনীত অনুরোধ-বেওয়ারিশ কুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে রেহাই দিন।
এম.এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।