কুঁড়িরা খেলে মাঠের বুকে,
হাসির ঢেউ তেড়ে আসে চোখে।
আদুরে পায়ে দৌড়ের ছন্দ,
দৃশ্যটি অতি অনিন্দ্য ।
বলটি গড়ায় সবুজ ঘাসে
উচ্ছ্বাস ভরে পাখিরা হাসে।
দোল খায় দোলনায় ছোট্ট প্রাণ
মায়ের বদনটি দেখতে মন আনচান।
লুকোচুরি, দড়ি লাফানো,
আর পুতুলকে বর–কনে সাজানো।
কাদায় মাখামাখি, ধূলো উড়ানো
খেলতে খেলতে দিন যায় জানো।
রাতে চাঁদের বুড়ির গল্প
ঘুমঘোরে বাকি থাকে অল্প।
খেলাধুলায় মুক্তি, ঝরে ক্লান্তি
প্রশংসা কুড়ায় শক্তি, চায় প্রান্তি ।
শিশুর নিস্পাপ খেলা ভরায় মন,
নিমিষে কেটে যায় সুখের ক্ষণ।
খেলায় পেলে চোট ঘর কাঁপিয়ে কান্না
লাল বেলুন পেতে নানান বাহানা।
জল ছিটিয়ে খেলে নদীর তীরে,
বাতাস বলে, ‘এসো ঘুরে ফিরি রে!’
তাদের ছোঁয়ায় সজীব জাহান
মাটির গায়ে আঁকে নতুন উপখ্যান।
সাইকেলের চাকা ঘোরে রিং রিং রিং,
স্বপ্ন ছুঁতে চায় প্রতিটি ডানায় ফড়িং।
ফুল–পাখিরা গায়, কুঁড়িরা হাসে,
মনের আকাশে রঙধনু রং ভাসে।
খেলাধুলায় দিন কেটে যায়,
আলোয় ভরা হৃদয় সবাই চাই!