প্রথম দুটি খেলায় টানা জয়লাভ করে চাঙ্গা অবস্থানে থাকা কিষোয়ান থেকে ১টি পয়েন্ট কেড়েই নিয়েছে বলতে হবে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবল লিগে এ দু’দলের খেলা গোলশূন্যভাবে ড্র হয়ে যায়। ফলে ১টি করে পয়েন্ট জমা হয়েছে দু’দলের ঝুলিতে। ৩ খেলা শেষে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট হয়েছে ৭। তারা এখন পটিয়া উপজেলার সাথে যৌথভাবে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। এদিকে সমান খেলায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ২ পয়েন্ট অর্জন করেছে। প্রথম খেলায় হার মেনে পরের দুটি খেলা তারা ড্র করে। এখনো কোন জয়ের মুখ দেখেনি লাকী স্টার। গতকাল প্রথমার্ধের খেলায় আক্রমন পাল্টা থাকলেও গোলের খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি দল দুটো।
তার চেয়ে দ্বিতীয়ার্ধে অনেকটাই একচেটিয়া খেলে কিষোয়ান। তা থেকে বেশ কিছু সুযোগও তৈরি করেছিল তারা। ১২ মিনিটে গোল করার ভালো সুযোগ পায় কিষোয়ান। ডান প্রান্ত থেকে পাওয়া বল গোলমুখে এলে সাইড ভলি নেন আরিফ মিয়া। বল গায়ে লেগে ফিরে এলে আবারো সুযোগ পান ইকবাল হোসেন। কিন্তু তিনি মিস করলে গোল পাওয়া হয়নি কিষোয়ানের। ৩২ মিনিটে আবারও ইকবাল হোসেন বঙে ঢুকে গিয়েছিলেন। অনেকটা ফাঁকায় থাকা গোলবারে না মেরে তিনি বল উপর দিয়ে মেরে দেন। তবে এসময় কিষোয়ানের একের পর এক আক্রমন লাকী স্টার রক্ষণভাগও দৃঢ়তার সাথে সামাল দিয়ে যাচ্ছিল। ৪৭ মিনিটে কিষোয়ানের সুমন বঙে ঢুকে লাকী স্টার গোলকিপারকে সামনে পেয়েও শট নিতে ব্যর্থ হন।
কিছু পরে ফিরিঙ্গীবাজার লাকী স্টারের বদলি খেলোয়াড় নুরুল আলম ডান প্রান্ত দিয়ে ঢুকে গোলমুখে ক্রস করেন। কিষোয়ান কিপার শুয়ে পড়ে বল ধরে নিলে কোন বিপদ হয়নি। এরপরও বারে বারে কিষোয়ান আক্রমণে উঠে যাচ্ছিল। কিন্তু যথার্থ ফিনিশিং দিতে ব্যর্থ হয় তারা। ফলে ড্র মেনেই মাঠ ত্যাগ করতে হয় দু’দলকে।
গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কিষোয়ান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সিরাজুল মোস্তফা। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এ এস এম সাইফুদ্দিন চৌধুরী। আজ অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে দুপুর ২.৪৫ টায় চট্টগ্রাম জেলা পুলিশ বনাম বাকলিয়া একাদশ পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।