কিশোরবেলার প্রথম প্রেম

মুস্তফা কামরুল আখতার | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৩৫ অপরাহ্ণ

১৯৭৮ সাল। তখন স্কুলের ছাত্র আমি। একদিন সকালে দৈনিক আজাদীর ‘আগামীদের আসর’এ পত্র বিভাগে লেখা হলো, ‘মুস্তফা কামরুল আখতার, দ্রুত আজাদী অফিসে এসো।’

কী যে আনন্দ! আমাকেই ডেকেছেন, পত্রিকায় নাম ছেপে। বারবার ছুঁয়ে দেখি পাতাটি। গিয়েছিলাম। একটি অনুষ্ঠানে কবিতা লিখে পড়তে হবে। আন্দরকিল্লায় কোহিনূর ইলেক্ট্রিক প্রেসের ছাদে অনুষ্ঠানটিতে স্বরচিত কবিতা আবৃত্তি করেছি। কিশোর বয়সে বুকের ভেতর সে কী ঢাকের শব্দ! আজকের মিলনমেলায় মাইক্রোফোন ছুঁয়ে কথা বলতে গিয়ে বললাম, ‘মনে হচ্ছে আগামীদের আসরে আজও আমার সেদিনের মতো বুক কাঁপছে! সেদিনটিই মনে পড়ছে কি! অথচ আমি কথাই বলে এসেছি তিরিশ বছর।’ সকৌতুক বলি, ‘সবচাইতে ছোট বক্তৃতাটিই হয় চল্লিশ মিনিটের।’

শুরুটা হয়েছিল, ‘সীমান্ত’ গল্পটি প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়ে ছবিসহ ছাপা হওয়ার পরে। এরপরে ‘কুশলের বিকেল’, ‘একটি রাতের বিভীষিকা’, ‘এক আবু মুসার ইতিহাস’, আরও বেশ কিছু লেখা, রম্যগল্প, ‘মার্ডার কেস অব দ্য ডগ’, ‘বাটকু মামার কুরবানি’, ছড়া, কবিতাও ছাপা হয়েছিল। নবীন মেলা নামে একটি সংগঠন সেরা দশ লেখককে সংবর্ধনা দিয়েছিল। এর মধ্যে আমিও ছিলাম। সেদিনের সার্টিফিকেটটি এখনো আছে।

দৈনিক আজাদীর ৬৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে আগামীদের আসর আয়োজন করলো এর লেখকদের মিলনমেলা। আসরে যাঁরা লিখতেন, প্রবীণনবীন লেখকরা এসেছিলেন। উৎসবমুখর মিলনমেলার উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ ছিলেন সঞ্চালনায়।

আগামীদের আসর’কে কেন্দ্র করে আয়োজিত এ মিলনমেলায় আমন্ত্রিত লেখক হিসেবে উপস্থিত হয়ে স্মৃতির বালকবেলায় ফিরে গেছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা, আজাদী কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট আয়োজকবৃন্দ, আগামীদের আসরের বর্তমান সম্পাদক প্রদীপ দেওয়ানজী, এবং বিশেষত, প্রিয় মানুষ রাশেদ রউফভাই।

লেখক : কবি; সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদীর আগামীদের আসর ও আমার প্রকাশিত প্রথম ছড়া
পরবর্তী নিবন্ধফিরে পাওয়া কিশোরবেলা