বহদ্দারহাট এখলাছুর রহমান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে গতকাল সকালে গিয়ে দেখা যায়, কিশোরদের দিয়ে কৃত্রিম লাইন তৈরি করে রাখা হয়েছে। আর বাইরে থেকে সাধারণ ভোটাররা ঢুকতে না পেরে ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন। ভেতরে সরকারি দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীর এজেন্টরা অবস্থান নিয়েছেন। অভিযোগ রয়েছে, তাদের পছন্দের ভোটার এলেই তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
সকাল ১১টার দিকে কেন্দ্রের সামনে কথা হয় সাহাবুদ্দিন আহমদ নামে এক ভোটারের সঙ্গে। তিনি অভিযোগ করেন, সকাল ৯টায় ভোট দিতে এসেছি। কিন্তু কোনোভাবেই কেন্দ্রে প্রবেশ করতে পারছি না। এই লাইন কোনোভাবে ফুরায় না। তারাই শুধু দাঁড়িয়ে আছে। আমি কয়েকবার কাছে গিয়ে বললাম, আমার ভোট এখানে। কিন্তু তারা বলছে আমার ভোট নাকি নেই। অথচ গত এমপি ইলেকশনেও আমি ভোট দিয়েছি।