কিশোরগঞ্জে হাওরে ডুবে রাউজানের যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন হাওরে ডুবে মৃত্যু হয়েছে আবিদুর রহমান নামে রাউজানের এক যুবকের। গত শুক্রবার পানিতে ডুবে নিখোঁজের পর গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবিদুর রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরী বাড়ির সারওয়ার জামান খানের একমাত্র ছেলে। তিনি গাজিপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, গত শুক্রবার বন্ধুদের সাথে আবিদুর বেড়াতে গিয়েছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন হাওর এলাকায়। সেখানে বন্ধুরা সকলেই মিলে গোসলে নামেন। সাঁতার কাটতে গিয়ে এক সময় আবিদুর পানিতে তলিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আবিদুরের সন্ধানে ডুবরি নামিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। গতকাল শনিবার দুপুরে আড়াইটার দিকে হাওর থেকে আবিদুরের নিথর দেহ উদ্ধার করে পুলিশ করিমগঞ্জ থানায় নিয়ে যায়।

নিহত আবিদুর রহমানের বাবা সারওয়ার জামান খান বলেন, শুক্রবার পৌনে ৭টায় আমাকে একজন ফোনে জানায় আবিদুর তার বন্ধুদের সাথে হাওরে বেড়াতে গিয়েছিল। সেখানে আবিদকে নাকি পাওয়া যাচ্ছে না। আমার ছেলে দূরে কোথাও গেলে আমাকে আগে জানিয়ে যেত। কিশোরগঞ্জ যাওয়ার বিষয়টি আমাকে জানায়নি। এমন সংবাদ পেয়ে ঘটনা জানতে আমি সেখানে আমার এক ভাই ও ভাতিজাকে পাঠিয়েছিলাম। তারা সেখানে রয়েছে। সেখানকার পুলিশ বিকালে ফোনে জানায় আমার ছেলের লাশ উদ্ধার করেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া মেনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও তৈয়্যব শাহ্‌ (রহ.) ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধচবি আইন বিভাগে জাতীয় মুট কোর্ট কর্মশালা