প্রজাপতির রঙিন পাখায়
স্বপ্নে আমি উড়ি,
ফুলের সুবাস গায়ে মেখে
দিতাম যে সুরসুরি।
মন বসে না পড়ালেখায়
আঁকিবুঁকি করি,
রংতুলিতে আলপনা চাঁদ
হাতের মুঠোয় ধরি।
হতাম যদি শিশির বিন্দু
সবুজ ধানের মাঠে,
পড়তো সবাই ছড়ার বইয়ে
থাকতো মগ্ন পাঠে।
হতাম যদি গান কবিতা
দাদুর গল্পে কিচ্ছা,
স্বপন দেখি দুই নয়নে
কিশোর মনে ইচ্ছা।