কিশোর ফুটবলারদের বাছাই ১২ ও ১৩ জানুয়ারি

| মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ কিশোর ফুটবল টুর্নামেন্ট হতে নিম্মোক্ত খেলোয়াড়দের বাছাই করা হয়েছে। দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের জন্য তাদের মাঝ থেকে চূড়ান্ত বাছাই করা হবে। এ জন্য খেলোয়াড়দের আগামী ১২ ও ১৩ জানুয়ারি সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টার মধ্যে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ ফুটবল সম্পাদকের নিকট রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে। বয়স যাচাইয়ের জন্য তাদের যথাযথ প্রমান দাখিল করতে হবে।
খেলোয়াড়রা হলেন: ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব: ইব্রাহিম সিফাত,তাহা মাহমদু, ওয়াহিদুল ইসলাম, রাফি উদ্দীন, রেজাউল হক, মো. রাব্বি, আব্দুস সোবাহান ফুটবল দল: জিসান দাশ, সাইফুদ্দীন, এয়াকুব উদ্দীন, মামুনুর রশীদ, ইসমাঈল হোসেন, আলোর ঠিকানা: আব্দুর রহিম, আরিফুল ইসলাম, পিরণ দাশ, সাকিব ওসমান, উৎপল দাশ, নাজমুল হোসেন, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি: আকরাম, মনসুর, সাফাত, এখলাছুর, তোষণ দাশ, রায়হান, আশরাফ, কিষোয়ান স্পোর্টিং ক্লাব: সাদমান আলম, সাফাতুর রহমান, সাঈদ হোসেন রাফি, মো. ফারুক, রবিউল আউয়াল, মো. আইয়ুব আল হাসান, মাদারবাড়ী শোভানীয়া ক্লাব: মাহিনুল হক, ইয়াছিন আরাফাত, শেফায়েত, মোশারফ হোসেন, ওয়াহিদুর রোমান, ইমন হোসেন, সাকিব হোসেন, মিনহাজুল ইসলাম, চ.ব.ক সাদা: গিয়াস উদ্দীন, মেহেরাজ নবী মাহি, মো. সাজ্জাদ আলী, আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ: ইফু রহমান, জাহিদ হোসেন, এয়াকুব, আব্দুল্লাহ আল জুবাইল, মেহেরাজ জামান, রিয়াজ হোসেন, মাহিন উদ্দীন, আব্দুল আজিজ,সাউথ এন্ড ক্লাব: মো. রিপন সজীব, আসাদুজ্জামান, মাইনুল ইসলাম, আতিকুর রহমান, প্রসেনজিৎ, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব: জাহেদুল ইসলাম, কাইসুল হাসান, মো. ইমন, মো. আরমান, মো. ইব্রাহিম, নুরুল ইসলাম, সিদরাতুল ইসলাম, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা: মো. আব্দুর রউফ, তিলক মহাজন, সাজ্জাদ হোসেন, ইমন সেন, সিরাজ উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধপুনে চলচ্চিত্র উৎসবে ‘সিএনজি ড্রাইভার’
পরবর্তী নিবন্ধচান্দগাঁও কাউন্সিলর কাপ ফুটবলের সেমিফাইনালে নিরিবিলি