মহানগরী কিশোর ফুটবল লিগে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে এক ক্লাব প্রতিনিধি সভা গত ২৩ নভেম্বর সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় লিগের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সম্পাদক মো. ইবাদুল হক লুলু। এ সময় সভায় উপস্থিত ছিলেন তৈয়বুর রহমান, শামীম আজাদ খোকন, ফরিদ আহমেদ, কায়সার মির্জা, সেকান্দর কবির, মাহবুবুর আলম মুকুল, রাকিব মাহমুদ, এম এ মুছা বাবলু, জহির উদ্দিন, আব্দুর গফুর পন্টি প্রমুখ। লিগে এবার ১৩টি দল অংশগ্রহণ করবে।