চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ বছরের ফুটবলারদের নিয়ে এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃতি কিশোর ফুটবল লিগ আগামী ঈদুল ফিতরের পর পরই শুরু হবে। এতে অংশ নিতে ইচ্ছুক সিজেকেএস ও সিডিএফএ অনুমোদিত ক্লাব সমূহকে আগামী ৫ এপ্রিল সোমবার রাত ৮ টার মধ্যে স্ব স্ব ক্লাবের প্যাডে ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে অংশগ্রহণের সম্মতি সিডিএফএ কার্যালয়ে জমা দেওয়ার এবং প্রাক প্রস্তুতির জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।