অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের নিয়ে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগ আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় উদ্বোধনী খেলায় অংশ নেবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং আলোর ঠিকানা। লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। লিগ শুরু উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে সিজেকেএস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। এতে বলা হয় এবারের লিগে মোট ১১টি দল অংশ নিচ্ছে।
দলগুলোকে লটারীর মাধ্যমে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে আছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব,চান্দগাঁও স্পোর্টিং ক্লাব আবদুল সোবাহান ফুটবল দল, কল্লোল সংঘ গ্রীণ এবং আলোর ঠিকানা। গ্রুপ ‘বি’-তে আছে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ,ফ্রেন্ডস ক্লাব, বাংলাদেশ রেলওয়ে এস এ,কিষোয়ান স্পোর্টস, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। গ্রুপ লীগ পদ্ধতিতে লিগের খেলাসমূহ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সেমিফাইনাল খেলায় অংশ নেবে। এরপর সেমিফাইনাল জয়ী দুই দল ফাইনাল খেলবে। সর্বমোট ২৮টি খেলা হবে। এদিকে গ্রুপ লিগ পর্বে কোন খেলা ড্র হলে ফলাফল নির্ধারণের জন্য সরাসরি টাইব্রেকারে খেলার জয় পরাজয় নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে বিজয়ী দল ২ এবং বিজিত দল ১ পয়েন্ট অর্জন করবে।
এ লিগে কেবল চট্টগ্রাম জেলার ফুটবলাররাই অংশ নিতে পারবেন। কিশোর ফুটবল লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৩,০২,২০০ টাকা। এর মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান ২,০০,০০০ টাকা প্রদান করবে। অবশিষ্ট টাকা নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, স্পন্সর প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানীজ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ।
স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি বলেন গত তিন বছর ধরে তারা এ লিগ স্পন্সর করে আসছেন। দশ বছর এ লিগ স্পন্সর করার লক্ষ্য তাদের। এ লিগ থেকে কিছু খেলোয়াড় উঠে এসে যদি জাতীয় দলে খেলার সুযোগ পায় তবেই তাদের প্রচেষ্টা সার্থক হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর এবং ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, মো. জাহেদ হোসেন প্রমুখ।